অক্টোবর ২৬: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) কুড়িতম জাতীয় কংগ্রেস সফলভাবে সমাপ্ত হয়েছে। এই কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টে আমরা ‘জনগণ’ শব্দটিকে সবচেয়ে বেশি অনুভব করেছি। বলা যেতে পারে যে, সিপিসি’র সাধারণ সম্পাদকের পেশকৃত কর্ম-রিপোর্টে ‘জনগণ’ শব্দটি খুব গুরুত্ব দিয়ে বার বার উল্লেখ করা হয়েছে।
সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টে ‘জনগণের জীবিকা’ শীর্ষক অধ্যায়টি এমন একটি অংশ যার উপর প্রতিটি চীনার বিশেষ মনোযোগ আকৃষ্ট হয়। ‘জনগণের জীবনযাত্রার মান’ প্রথমবারের মতো এতে লেখা হয়েছে। সিপিসি’র ১৯তম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্র্টে ‘সুনিশ্চয়তা ও জীবিকার মান উন্নয়ন’-এর কথাও উল্লেখ করা হয়। এতে মানুষের জন্য উন্নত জীবনের একটি নতুন ছবি আঁকা হয়।
চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের উচ্চ মানের উন্নয়ন হল জনগণকে কেন্দ্র করে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের উচ্চ মানের উন্নয়ন। চীনে সাধারণ সমৃদ্ধি হল সমাজতন্ত্রের অপরিহার্য প্রয়োজন এবং চীনা-শৈলীর আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নতুন যুগে এবং নতুন যাত্রায়, আমাদের অবশ্যই উচ্চ-মানের উন্নয়নে সকল মানুষের জন্য সাধারণ সমৃদ্ধির আধুনিকীকরণকে অটলভাবে এগিয়ে নিতে হবে।
উচ্চ-মানের উন্নয়নকে এগিয়ে নিতে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়: প্রথমত, একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা; দ্বিতীয়ত, আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তোলা; তৃতীয়ত, গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়া; চতুর্থত, আঞ্চলিক সমন্বয়িত উন্নয়নকে ত্বরান্বিত করা; এবং পঞ্চমত, উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণকে এগিয়ে নেওয়া।
বর্তমানে, আমরা প্রকৃতপক্ষে গ্রামীণ চীনে ব্যাপক পরিবর্তন দেখছি। ব্যাপকভাবে গ্রামীণ পুনরুজ্জীবনের প্রচার এবং সাধারণ সমৃদ্ধি প্রচারের চাবিকাঠি গ্রামীণ মধ্য-আয়ের গোষ্ঠীর স্থিতিশীলতা ও সম্প্রসারণের মধ্যে নিহিত। কৃষক এবং গ্রামীণ এলাকার সাধারণ সমৃদ্ধির প্রচার চীনা বৈশিষ্ট্যের সাথে সমাজতন্ত্রের প্রাতিষ্ঠানিক সুবিধা প্রতিফলিত করে। যখন বিপুল সংখ্যক গ্রামীণ মধ্য-আয়ের মানুষের সত্যিকার অর্থে স্থিতিশীল কর্মসংস্থান এবং জীবন থাকবে, তখন এর অর্থ হবে দেশের মধ্যম-আয়ের মানুষের সামগ্রিক গুণমান উন্নত হবে, তাদের অবস্থা আরও স্থিতিশীল হবে এবং সাধারণ সমৃদ্ধি উচ্চ পর্যায়ের দিকে এগিয়ে যাবে।
জনগণকে কেন্দ্র করে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের উচ্চ-মানের উন্নয়নকে এগিয়ে নেওয়াও উচ্চ-মানের কর্মসংস্থানের উপর নির্ভর করে। কর্মসংস্থানই সবচেয়ে বড় জীবিকা এবং উন্নয়নের নিশ্চয়তা। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীনে ক্রমাগত সমৃদ্ধ ও সক্রিয় কর্মসংস্থান নীতি তৈরি হয়েছে। মহামারীর প্রভাব এবং আন্তর্জাতিক পরিবেশের পরিবর্তনের কারণে চীনে কর্মসংস্থান পরিস্থিতিও কিছু ঝুঁকি এবং অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে, প্রতিবছর লক্ষ লক্ষ কলেজ স্নাতক পাস করে বের হয় এবং তাদের কর্মসংস্থান লক্ষ লক্ষ পরিবারকে প্রভাবিত করে। সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টে কর্মসংস্থান ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, জনগণকেন্দ্রিক উন্নয়ন ধারণাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা উচিত। সকল চীনার জীবনযাত্রার বহুমুখী মান উন্নয়ন বাস্তবায়ন করতে হবে। মনেপ্রাণে জনগণের জন্য কাজ করে যাচ্ছে সিপিসি। কুড়িতম জাতীয় কংগ্রেসের কর্ম-রিপোর্টের চেতনা ভালোভাবে কাজে লাগানোর পাশাপাশি, উচ্চ গুণগত মানের উন্নয়ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)