চীন-পাক সহযোগিতা প্রকল্প ‘লাহোর মেট্রো’ চালুর দুই বছর পূর্তি
2022-10-26 19:11:56


অক্টোবর ২৬: গতকাল (মঙ্গলবার) চীনা শিল্পপ্রতিষ্ঠান ও পাকিস্তান সহযোগিতা প্রকল্প লাহোর শহরে ‘কমলা লাইন মেট্রো’ চালুর দুই বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করেছে। এতে চীন ও পাকিস্তানের একাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।


লাহোরে নিযুক্ত চীনের কনসুলেট জেনারেলের ভাইস কনসাল জেনারেল ছাও খ্য জানান, এই মেট্রো লাইন ছিল পাকিস্তানের প্রথম শহুরে রেলপথ ব্যবস্থা। যা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় বাস্তবায়ন করা প্রথম চীন-পাক অর্থনৈতিক করিডোরের বড় আকারের অবকাঠামো প্রকল্প। এটি স্থানীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নে আত্মবিশ্বাস বাড়িয়েছে।


এই লাইনের জনৈক যাত্রী জানান, টিকেটের দাম ৪০ রুপি। এই দূরত্বে আগে ২০০ বা ৪০০ রুপি খরচ হতো। শিশু থেকে বয়স্ক পর্যন্ত আমরা সবাই এতে লাভবান হয়েছি।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)