‘ভালোবাসার স্মৃতি’
2022-10-26 14:33:39

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং জিন লান জ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইয়াং জিন লান জ্য, তিনি চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৫ সালে ‘তোমার সঙ্গে পরিচিত হওয়া’ নামে গানটি প্রকাশ করে তিনি পরিচিত হয়ে উঠেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তাঁর তৃতীয় অ্যালবাম ‘সুখের গান’ বাজারে আসে। ২০১৫ সালের অগাস্ট মাসে তাঁর গান ‘আমি তিব্বতকে ভালোবাসি’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং জিন লান জ্য-এর গান ‘ভালোবাসার স্মৃতি’। গানের কথায় বলা হয়, নীল আকাশ কত উঁচু, আকাশের মেঘকে জিজ্ঞেস করো। নদীর পানি কত দীর্ঘ, নদীর পাশে বালি দেখো। দূরের প্রিয়, তুমি কি শুনতে পাও, আমার ভালোবাসা ভরা এই গান। আমি চাই, এই গান দিন রাত ধরে তোমার সঙ্গী হবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ইয়াং জিন লান জ্য-এর গান ‘পোতালা প্রাসাদ’। গানের কথায় বলা হয়, আমি এখানে এসেছি, জমির হৃদয় অনুভব করার জন্য। প্রার্থনা করি, ভালোবাসার শক্তি উপভোগ করব। পোতালা, উঁচু উঁচু পোতালা, তুমি এই বিশ্বের হাজার হাজার প্রার্থনা গ্রহণ করো। তুমি চিরদিনের ভালোবাসা ধরে রাখো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো ইয়াং জিন লান জ্য-এর কণ্ঠে ‘মালভূমির নারী’ গানটি। গানের কথাগুলো এমন: মালভূমিতে নারীরা কাঁদে না। কারণ, এখানের প্রত্যেক পাহাড়ই তাদের সমর্থন করে। কারণ এখানের প্রত্যেক মালভূমি তাদের হৃদয়ে আছে। মালভূমির নারী ফুলের মত, যত্ন ছাড়াও সুন্দর হয়ে ওঠে। তাদের কণ্ঠে গানে শুধুই সরল ভালোবাসা।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ইয়াং জিন লান জ্য-এর আরেকটি গান, গানের নাম ‘আমি কামনা করি’। গানের কথায় বলা হয়, আমি চাই, সমুদ্রের মত, বিশাল ড্রাগনের মত মালভূমি রক্ষা করতে। কেন তুষার পাহাড় চিরদিন নীল আকাশের রক্ষা করে। সময় এখানে থেকে কিংবদন্তি হয়। আমি চাই, আমি সমুদ্রের ঢেউ হই, মালভূমির সবুজ ঘাস হই।

আচ্ছা, শুনুন গানটি।                           

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই আরেকটি সুন্দর গান, গানের নাম ‘ভালোবাসার সমুদ্র’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং জিন লান জ্য-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)