সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর প্রথম গ্রুপ প্রশিক্ষণ আয়োজিত
2022-10-26 18:44:56

অক্টোবর ২৬: চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (মঙ্গলবার) বিকালে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নের বিষয়ে প্রথম গ্রুপ প্রশিক্ষণ আয়োজন করেছে।

সি চিন পিং বলেছেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস রাজনীতি, তত্ত্ব ও বাস্তব অনুশীলনের ধারাবাহিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। নতুন যুগে, নতুন যাত্রায় সিপিসি ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা জনগণকে নেতৃত্ব দিয়ে সিপিসি সার্বিক সমজাতন্ত্রের আধুনিক দেশ গঠন, চীনা জাতির মহান পুনরুত্থান জোরদার করার রাজনৈতিক ঘোষণা। গোটা সিপিসি’র উচিত বিংশ জাতীয় কংগ্রেসের সার্বিক চেতনা শেখা, উপলব্ধি করা এবং বাস্তবায়নের চেষ্টা করা, দৃঢ়ভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও কর্তব্য বাস্তবায়ন করা এবং সার্বিক সমাজতন্ত্রের আধুনিক দেশ নির্মাণে নতুন জয় অর্জন করা।

লি ছিয়াং, চাও ল্য জি, ওয়াং হু নিং, ছাই ছি, তিং শুয়েই সিয়াং এবং লি সি প্রমুখ সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যরা সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনার বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরেছেন। তাঁরা বলেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চেতনায় মার্কসবাদ ও লেনিনবাদ, মাও সে তুংয়ের চিন্তাধরা, তেংসিয়াওপিং তত্ত্ব, ‘তিন প্রতিনিধি’ গুরুত্বপূর্ণ চিন্তাধারা, বৈজ্ঞানিক উন্নয়নের চেতনা অনুসরণ করে সার্বিকভাবে সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা বাস্তবায়ন করেছে, গভীরভাবে নতুন যুগের দশ বছরের মহান উন্নয়ন এবং এর মাইলফলক তাত্পর্য, নতুন যুগে চীনের সিপিসি’র কর্তব্য, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কেন্দ্রীয় বিষয়ের ব্যাখ্যা করেছে, ২০৩৫ সাল নাগাদ চীনের উন্নয়নের লক্ষ্য এবং আগামী ৫ বছরের প্রধান কর্তব্য বাস্তবায়ন করেছে, যা নতুন যুগে নতুন যাত্রায় সিপিসি ও দেশের উন্নয়নে দিক নির্দেশনা দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)