চীনের উন্নয়ন বিশ্বকে আরও বেশি সুযোগ দেবে: আন্তর্জাতিক মতামত
2022-10-26 18:13:45

অক্টোবর ২৬: একাধিক আন্তর্জাতিক ব্যক্তি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কংগ্রেস বিশ্বকে চীনের অর্জনগুলি দেখিয়েছে। আশা করা যায়, সিপিসি’র নেতৃত্বে চীন একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার কাজ এগিয়ে নেবে এবং আরও সুন্দর বিশ্ব নির্মাণের ক্ষেত্রে নতুন অবদান রাখবে।

মেক্সিকো সিটির স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেইঞ্জ ডিট্রিচ বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীন সফলভাবে কোভিড মহামারী মোকাবিলা করেছে এবং চরম দারিদ্র্য দূর করেছে। চীন ইতিহাসের সাক্ষী বলে উল্লেখ করেন তিনি।

 

রাশিয়ার আধুনিক উন্নয়ন গবেষণালয়ের পরিচালক দিমিত্রি সালোনিকোভ বলেছেন, সিপিসি’র বিংশ কংগ্রেসের কর্মপ্রতিবেদন থেকে বোঝা যায়, চীনা জনগণের জীবন উন্নত হচ্ছে, ভোক্তা চাহিদা ক্রমাগত বাড়ছে, যা ভবিষ্যত উন্নয়নে চীনা অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি।

 

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)