মন্ত্রিসভা গঠন করলেন প্রধানমন্ত্রী সুনক
2022-10-26 10:57:36

অক্টোবর ২৬: গতকাল (মঙ্গলবার) নতুন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভার  অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এতে স্থান পেয়েছেন।

 

এদিন প্রকাশিত মন্ত্রিসভার তালিকা অনুযায়ী, ডমিনিক রাব উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেছেন। সম্প্রতি পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী সুলা ব্র্যাভারম্যান পুনর্বহাল হয়েছেন।

গতকাল বৃটিশ রাজা চার্লস তৃতীয়ের অনুমোদন পেয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী সুনক। পরে প্রধানমন্ত্রী ভবনে দেয়া এক ভাষণে তিনি বলেন, বড় অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে বৃটেন। নতুন সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে অর্থনীতিকে স্থিতিশীল এবং আস্থা পুনরুদ্ধার করা। (শিশির/এনাম/রুবি)