নতুন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক
2022-10-25 11:11:19

অক্টোবর ২৫: গতকাল (সোমবার) সাবেক বৃটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক ক্ষমতাসীন পার্টির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। বৃটিশ রাজার অনুমোদন পেয়ে  তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

 

এদিন বৃটিশ সংসদের নিম্ন কক্ষের ভোটাভোটিতে কেবল সুনক ১০০ জনেরও বেশি সংসদ সদস্যদের ভোট পেয়ে পার্টির প্রধান নির্বাচিত হওয়ার যোগ্যতা লাভ করেছেন।

 

প্রক্রিয়া অনুসারে রাজা চার্লস তৃতীয়ের অনুমোদন পেয়ে সুনক নতুন মন্ত্রিসভা গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ক্ষমতাসীন পার্টির নতুন প্রধানমন্ত্রীর মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।

 

বিয়াল্লিশ বছর বয়সী সুনক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বৃটিশ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

বিবিসি জানিয়েছে যে, সুনক হবেন বৃটিশ ইতিহাসে প্রথম এশিয়ান প্রধানমন্ত্রী এবং  শতাধিক বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। (সুবর্ণা/এনাম/রুবি)