জাতীয় কংগ্রেসের চেতনা প্রচার সম্মেলন কাঠমান্ডুতে অনুষ্ঠিত
2022-10-25 10:46:28

অক্টোবর ২৫: গত ২৩ অক্টোবর ‘নতুন যাত্রা অভিন্ন ভাগ্য’ শিরোনামে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনার প্রচার সম্মেলন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এশিয়া-আফ্রিকা কেন্দ্র ও নেপাল-চীন যুব মৈত্রী সমিতির যৌথ উদ্যোগে  এ সম্মেলন আয়োজিত হয়।

 

সম্মেলনে সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের প্রতিনিধি আন সিয়াও ইয়ু ভিডিও লিঙ্কের মাধ্যমে কংগ্রেস ও তার ফলাফল সবার সামনে তুলে ধরেছেন। নেপালের ভূমি ব্যবস্থাপনা, সহযোগিতা ও দারিদ্র্যবিমোচন মন্ত্রী লিলা নাথ শ্রেষ্ঠা এবং শতাধিক তরুণ বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিয়েছেন। সেসঙ্গে ১০ হাজারের বেশি নেপালি দর্শক অনলাইনে সম্মেলন দেখেছেন।

 

আন সিয়াও ইয়ু নেপালি দর্শকদের অনুরোধে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন  এবং বিশ্বের জন্য তার অর্থ তুলে ধরেছেন। মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ধারণা চীন-নেপাল সম্পর্কের বেলায় কীভাবে কাজ করে- তাও তিনি ব্যাখ্যা করেছেন।

আন সিয়াও ইয়ু 

 

নেপালি মন্ত্রী সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের সফল আয়োজন এবং সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সি চিন পিং পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি বলেছেন, বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনার নেতৃত্বে চীন নতুন যাত্রা শুরু করেছে। নেপাল চীনের অভিজ্ঞতা শিখে দেশের অর্থনীতি ও সমাজের সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে চায়।(শিশির/এনাম/রুবি)  

লিলা নাথ শ্রেষ্ঠা