ইউক্রেনের স্থাপনায় তদন্ত চালাতে বিশেষজ্ঞ পাঠাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
2022-10-25 19:05:39


অক্টোবর ২৫: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানায়, সংস্থার মহাপরিচালক নিশ্চিত করেছেন যে, ইউক্রেনের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা ইউক্রেনের সংশ্লিষ্ট স্থাপনায় বিশেষজ্ঞ দল পাঠাবে। সেখানে সংশ্লিষ্ট তদন্তকাজ করা হবে।

  

রাশিয়া অভিযোগ করেছিল, ইউক্রেন তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বোমা নিক্ষেপ করবে।  এ অভিযোগ ইউক্রেন বার বার অগ্রাহ্য করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল জানান, ইউক্রেন ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আইএইএ-কে শিগগিরি ইউক্রেনে বিশেষজ্ঞ পাঠানোর আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। যাতে তারা রাশিয়ার ভিত্তিহীন তথাকথিত ‘পরমাণু মিশ্রিত বোমা’ হামলার অভিযোগের তদন্ত করতে পারে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)