সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস চীন ও বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য শক্তিশালী প্রাণশক্তি যুগিয়েছে: চীনা মুখপাত্র
2022-10-25 19:08:24

অক্টোবর ২৫: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস চীনের ভবিষ্যৎ উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছে এবং চীন ও বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য শক্তিশালী  প্রাণশক্তি যুগিয়েছে।


তিনি জানান, সম্প্রতি সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের উপর আন্তর্জাতিক সমাজ গভীর নজর রাখছে। বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ, রাজনীতিক দল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কমরেড সি চিন পিংকে সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের সফল আয়োজনের উচ্চ মূল্যায়ন করেছেন।


তিনি জোর দিয়ে বলেন, চীন বিভিন্ন দেশের জনগণের সঙ্গে একযোগে উন্নয়ন, শান্তি, ন্যায়, গণতন্ত্র, স্বাধীনতা-সহ গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ এগিয়ে নেবে, বিশ্বশান্তি রক্ষা করবে, বিশ্বের উন্নয়ন এগিয়ে নেবে, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা এগিয়ে নেবে এবং হাতে হাত রেখে বিশ্বের সুন্দর ভবিষ্যৎ গঠন করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)