জাতিসংঘ সনদ রক্ষা করা জরুরি: সংস্থার মহাসচিব
2022-10-25 16:27:37

অক্টোবর ২৫: গতকাল (সোমবার) জাতিসংঘ দিবস এবং জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরহিস এদিন এক ভিডিও ভাষণে বলেন, বর্তমানে জাতিসংঘ সনদের মূল্যবোধ রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

গুতেরহিস বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সমাজের সহযোগিতা বৃদ্ধির আশা ও দৃঢ়তার প্রতিফলন। তবে জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৭ বছর পর বর্তমান বিশ্ব একটি চ্যালেঞ্জের যুগে প্রবেশ করেছে।

তিনি বলেন, জাতিসংঘ অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাই জাতিসংঘ সনদের মূল্যবোধ ও নীতি বাস্তবায়ন করা আগের যে কোনো সময়ের চেয়ে জরুরি হয়ে পড়েছে।

৭৭তম জাতিসংঘ সম্মেলনের চেয়ারম্যান কোরোসি সাবা এদিন বলেন, জাতিসংঘের সামনে দু’টি জরুরি কর্তব্য হল সংকট মোকাবিলা করা এবং রূপান্তর জোরদার করা। জাতিসংঘের সব সদস্য দেশের উচিত এজন্য চেষ্টা করা।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)