‘এক চীননীতি’ সুদৃঢ়: চীনা মুখপাত্র
2022-10-25 19:06:58


অক্টোবর ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, জাতিসংঘের ২৭৫৮ নং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না এবং ‘এক চীননীতি’ সুদৃঢ়।


এ বিষয়ে মার্কিন কিছু ব্যক্তি মিথ্যাচার করছে। তারা বলছে, জাতিসংঘের ২৭৫৮ নং সিদ্ধান্ত অনুযায়ী তাইওয়ানের মর্যাদা নিশ্চিত করা হয়নি। এ প্রসঙ্গে জনাব ওয়াং বলেন, জাতিসংঘের ২৭৫৮ নং সিদ্ধান্তে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী চীনের সব অধিকার পুনরুদ্ধার করা হবে, তার সরকারের প্রতিনিধি হলো জাতিসংঘে চীনের একমাত্র বৈধ প্রতিনিধি।’ এতে আরো বলা হয়, তাইওয়ান কর্তৃপক্ষের ‘প্রতিনিধিদের’ অবৈধ দখলদারিত্বের আসন থেকে সরানো হবে।


তিনি মার্কিনীদের আচরণ সম্পর্কে আরো বলেন, তাদের এহেন আচরণ অবশ্যই আন্তর্জাতিক সমাজের ব্যাপক বয়কট ও বিরোধিতা পাবে। চীনের একত্রীকরণ অবশ্যই বাস্তবায়িত হবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)