সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস নতুন যুগের চীনের কূটনীতির দিক-নির্দেশনা
2022-10-25 17:27:05

অক্টোবর ২৫: চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস নিশ্চয় নতুন যুগে চীনের কূটনীতির জন্য দিকনির্দেশনা দেবে, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, সম্মেলনে জোর দিয়ে বলা হয় যে, চীন সবসময় বিশ্ব শান্তি রক্ষা করা এবং যৌথ উন্নয়ন এগিয়ে নেওয়ার কূটনীতি মেনে চলে, চীন মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করে, চীন দৃঢ়ভাবে স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনীতিতে অবিচল রয়েছে। চীন শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করা, বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কার ও নির্মাণে অংশগ্রহণ করা, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তি, উন্নয়ন, ন্যায্যতা এবং গণতন্ত্র ও মানবজাতির যৌথ মূল্যবোধ বাস্তবায়ন করতে আগ্রহী।

 

মুখপাত্র বলেন, গত দশ বছরে সি চিন পিং-এর নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা, বিশেষ করে সি চিন পিং-এর কূটনীতির চিন্তাধারার নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যময় বড় দেশের কূটনীতি এগিয়ে নিচ্ছে, দৃঢ়ভাবে প্রকৃত বহুপক্ষবাদ বাস্তবায়ন করা, যে কোনো ধরণের আধিপত্যবাদ, একতরফাবাদ এবং সংরক্ষণবাদের বিরোধিতা করে। চীন নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গঠন জোরদার করা, বিশ্ব পরিচালনা ব্যবস্থার সংস্কার ও নির্মাণে অংশগ্রহণ করা, সার্বিকভাবে করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কাজে ব্যাপক প্রশংসা পেয়েছে। চীনের আন্তর্জাতিক প্রভাব অনেক বেড়েছে।

 

মুখপাত্র বলেন, পরবর্তীতে চীন সি চিন পিং-এর বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা, বিশেষ করে সি চিন পিংয়ের কূটনীতির চিন্তাধারার নেতৃত্বে অব্যাহতভাবে চীনা বৈশিষ্ট্যময় বড় দেশের কূটনীতির নতুন সূচনা উন্মোচন করবে, সার্বিক সমাজতন্ত্রের আধুনিক দেশ গড়ে তোলা এবং চীনা জাতির মহান পুনরুত্থান জোরদার করায় নতুন অবদান রাখবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)