চীনা বাহিনীকে জাতীয় কংগ্রেসের চেতনা অনুসরণ করার নির্দেশনা দিলেন সি চি পিং
2022-10-25 10:32:05

 

অক্টোবর ২৫: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) বিকেলে দেশটির বাহিনীর নেতাদের সম্মেলনে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ একটি ভাষণ দেন।

 

তিনি জোর দিয়ে বলেছেন, চীনা বাহিনী সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনা মনোযোগ দিয়ে অধ্যয়ন ও বাস্তবায়ন করবে। বাহিনী প্রতিষ্ঠার শতবর্ষের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং সামরিক কাজে নতুন অধ্যায় রচনা করবে।

 

সি চিন পিং বলেছেন, সিপিসির ঊনিশতম জাতীয় কংগ্রেসের পর থেকে গেল ৫ বছরে চীনা বাহিনীর উন্নয়নে অসাধারণ অগ্রগতি অর্জিত হয়েছে। কেন্দ্রীয় কমিশন সিপিসির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন এবং নতুন যুগে বাহিনীকে শক্তিশালী করার চেতনা ও সামরিক কৌশল অনুসরণ করেছে।  প্রতিরক্ষা ও বাহিনী নির্মাণে নতুন অগ্রগতি অর্জিত এবং গুরুত্বপূর্ণ সংস্কার সাধিত হয়েছে।

 

সি চিন পিং বলেছেন, সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেস সফল একটি কংগ্রেস এবং চীনা জাতির মহান পুনরুত্থান এবং বাহিনী প্রতিষ্ঠার শতবর্ষের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য অর্থবহ হয়েছে। সিপিসির জাতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য নির্ধারণ করা হয়। কেন্দ্রীয় সামরিক কমিশন, পার্টি ও জনগণের দেয়া দায়িত্ব এবং সকল সৈনিক ও অফিসারদের প্রত্যাশা মনে রেখে ভালভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন সি চিন পিং। (শিশির/এনাম/রুবি)