লিবিয়ার জাতীয় সমঝোতা সংলাপকে চীনের অভিনন্দন
2022-10-25 11:31:46

অক্টোবর ২৫: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত পরিচালক তাই পিং বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ার সমাধানে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে লিবিয়ার জাতীয় সমঝোতা সংলাপ এবং সেদেশের বিভিন্ন পক্ষের জাতীয় সমঝোতা বাস্তবায়নের পদক্ষেপকে সমর্থন করে চীন।

 

এদিন নিরাপত্তা পরিষদের লিবিয়া-বিষয়ক এক সভায় তিনি বলেন, রাজনৈতিক পদ্ধতি হবে লিবিয়ার সংকট সমাধানের একমাত্র পথ। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লিবিয়ার বিভিন্ন পক্ষ যত দ্রুত সম্ভব সংলাপ পুনরুদ্ধার এবং জাতিসংঘের মধ্যস্থতায় চলমান রাজনৈতিক অচলাবস্থা মোকাবিলায় চেষ্টা করবে বলে আশা করে চীন।

 

চীনা প্রতিনিধি তাই আরও বলেন, জাতিসংঘ লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়া সমন্বয়ের প্রধান চ্যানেল। জাতিসংঘের লিবিয়া ইস্যুর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে আব্দুল্লাহ বাট্টিলিকে সমর্থন দেয় বেইজিং। চলমান পরিস্থিতিতে লিবিয়ার বিভিন্ন পক্ষের উচিত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনা করে সংযম বজায় রাখা এবং নতুন হিংসাত্মক ঘটনা পরিহার করা। বহু বছর ধরে সংঘর্ষের কারণে লিবিয়ার গুরুতর ক্ষতি হয়েছে। দেশের পুনর্গঠন হলো লিবিয়ার জনগণের প্রত্যাশা।

 

তিনি বলেন, তেল লিবিয়ার প্রধান সম্পদ। তেল উত্পাদন পুনরুদ্ধারের মাধ্যমে দেশের অর্থনীতি ও গণজীবিকার উন্নয়ন হবে বলে আশা করে চীন। (সুবর্ণা/এনাম/রুবি)