চীনের কমিউনিস্ট পার্টির সবকিছুই জনগণের জন্য: আন্তর্জাতিক মতামত
2022-10-25 19:07:50

অক্টোবর ২৫: একাধিক আন্তর্জাতিক ব্যক্তি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদনে ‘জনগণ’ একটি প্রধান শব্দ।

লাওসের জাতীয় প্রশাসনিক ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ডেপুটি ডিন দাওসাওয়ান কেমিসাই বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি সর্বদা জনগণকে তার কেন্দ্রীয় অবস্থানে রেখেছে এবং সর্বদা জনস্বার্থকে প্রথমে বিবেচনা করে।

জাম্বিয়ার তথ্য ও মিডিয়া মন্ত্রণালয়ের পরিচালক থাবো কাওয়ানা বলেন, চীনা-শৈলীর আধুনিকীকরণের লক্ষ্য হলো চীনা জনগণকে অভিন্ন সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া। চীনা কমিউনিস্ট পার্টি চীনা জনগণকে দারিদ্র্যবিমোচনের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিয়েছে, যা বিশ্বের কিছু দেশ আগে ‘অসম্ভব লক্ষ্য’ বলে মনে করেছিল।

 

ইতালির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মার্কো রিজো বলেন, চীনের কমিউনিস্ট পার্টি আবারও নিজেদের বিপ্লবের ক্ষমতা প্রদর্শন করেছে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হচ্ছে। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এই পথ বেছে নিয়েছে, যা সঠিক পথ।

(জিনিয়া/তৌহিদ)