সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের অভিনন্দন
2022-10-25 19:06:21


অক্টোবর ২৪: সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা।


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশা করেন প্রেসিডেন্ট সি উন্নত দায়িত্ব পালন করে অব্যাহত সাফল্য অর্জন করবেন। তাঁর নেতৃত্বে সিপিসি ও চীনা জনগণের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং চীনারা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধি জীবন উপভোগ করতে পারবে।


সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিস জানান, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস শুধু চীনের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।


চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান বিশ্বাস করেন, সি চিন পিংয়ের নেতৃত্বে চীন অব্যাহতভাবে সমৃদ্ধ হবে। চেক ও চীনের বিভিন্ন খাতে সহযোগিতা আরো এগিয়ে যাবে।


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাওয়ার্দানা জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের শক্তিশালী নেতৃত্বে, চীন আরো উন্নত হবে এবং দু’দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরো গভীর হবে।


ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট সি’র দায়িত্ববোধ, দৃঢ়তা ও মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা রয়েছে। রাজনীতিক হিসেবে তাঁর বিশ্বব্যাপী সুনাম রয়েছে। প্রেসিডেন্ট সি’র বড় দায়িত্বের নতুন সাফল্য কামনা করেন মেদভেদেভ।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)