‘অশেষ প্রেমের গান’
2022-10-25 13:02:55

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাং চিয়াও-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

হাং চিয়াও, ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি চিয়াংসু প্রদেশের উ সি শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। তাঁর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে হৃদয়ের কথা শোনা, ফুল ফোটার অপেক্ষা করি ইত্যাদি।

 

বন্ধুরা, এখন শুনুন হাং চিয়াও-এর গান ‘অশেষ প্রেমের গান’। গানের কথায় বলা হয়, ফুল তার মালভূমিকে মিস করে। আমি তোমার ফুলের মত মুখকে মিস করি। আমি তোমায় অপেক্ষা করি, আমার পাশে আসুক। প্রিয় তুমি, প্রিয় তুমি, বলার দরকার নেই। আমি মন দিয়ে এই সুন্দর প্রতিশ্রুতি রক্ষা করবো। আমিই নীল আকাশ, তুমিই মেঘের নদী।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন হাং চিয়াও-এর গান ‘দশ বছর যেন স্বপ্নের মত’। গানের কথায় বলা হয়, হয়তো আমি স্মৃতিকে ছেড়ে দিতে পারি। কারণ, অতীতের কথা দূরে চলে গেছে। সময় দ্রুত চলে যায়, অতীতের কথা ধোঁয়ার মত। যদি স্বপ্নে আগের সময়ে ফিরে যেতে পারি। যদি আবার তোমার হাত ধরতে পারি। দু’জনের হৃদয় আরো কাছে আসতে পারে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো হাং চিয়াও-এর আরেকটি গান, গানের নাম ‘হৃদয়ের কথা শোনা’। গানের কথায় বলা হয়, চোখ বন্ধ করে আমি তোমাকে দেখতে চাই। শ্বাস বন্ধ করে দেই। তুমি ভুল পথে যাবে এই আশংকায় আছি। স্বপ্ন একটি গোপন কথা আছে, আমি তা ছেড়ে দিতে পারি না। আমি আরো কাছে আসতে চাই, তুমি আমার হৃদয়ের কথা শুনতে পারবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন হাং চিয়াও-এর গান ‘আমার ভালোবাসা ভুলে যাও’। গানের কথাগুলো এমন: নীল আকাশে, উষ্ণ সূর্যের আলো পড়ে। আমি ও তুমি, এই ভিড়ে দেখা করি। আমি তোমাকে নিয়ে সমুদ্রের কাছে যাবো, পাহাড়ের দিকে যাবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন হাং চিয়াও-এর গান ‘ফুল ফোটার অপেক্ষা করি’। গানের কথাগুলো এমন: হালকা হালকা বাতাস, কুয়াসা দূর করে দেয়। সূর্যের নিচে মার্চের সুন্দর দৃশ্য। তখনকার আমরা, পরস্পরকে এত ভালোবাসি। তোমার প্রেমের কথা শুনি, কখনোই বিচ্ছেদের কথা ভাবি নি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাং চিয়াও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)