সিপিসির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সি চিন পিং-কে বিশ্ব নেতাদের অভিনন্দন
2022-10-24 10:25:55

অক্টোবর ২৪: গতকাল (রোববার) বিশ্বের নানা পার্টির নেতা ফোন ও বার্তার মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির বিংশতম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন।

 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আপনি আবারও সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের সফল আয়োজন আপনার উচ্চ রাজনৈতিক প্রতিপত্তির প্রতিফলন। আপনার নেতৃত্বে সিপিসি ঐক্যবদ্ধ আছে। এবারের কংগ্রেসের নানা সিদ্ধান্ত চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মহান লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এবং চীনের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালীকরণে সহায়ক হবে।

 

দক্ষিণ আফ্রিকার আফ্রিকান জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট  সিরিল রামাফোসা বলেছেন, সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেস সিপিসি ও চীনের নতুন যাত্রার দিকনির্দেশনা দিয়েছে। তিনি বিশ্বাস করেন, সিপিসি ও বিশ্বের উন্নতির শক্তি সঙ্গে বিশ্বের ন্যায্যতা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ শান্তি এগিয়ে নিয়ে যাবে।

 

আর্জেন্টিনার জাস্টিস পার্টির চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে চীন দারিদ্র্যবিমোচন, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন, করোনা মহামারি প্রতিরোধসহ নানা ক্ষেত্রে মহান সফলতা অর্জন করেছে। চীনা মানুষের জীবিকার মান উন্নয়ন করার সঙ্গে সঙ্গে বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেনকো বলেছেন,  আপনি আবারও সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন-- তা আপনার  উচ্চ প্রতিপত্তি ও ৯.৬ কোটি সিপিসি সদস্য আপনাকে দৃঢ়ভাবে সমর্থন করার প্রতিফলন। তিনি বিশ্বাস করেন,  প্রেসিডেন্ট সির নেতৃত্বে চীন সার্বিক আধুনিক ও শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ হতে পারবে।

 

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, সাধারণ সম্পাদক সি চিন পিং একটি ন্যায্য এবং সহাবস্থানের বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে এবং নানা দেশের মধ্যে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা পালন করেন। (শিশির/এনাম/রুবি)