সব মানুষের অভিন্ন সমৃদ্ধি অর্জন একটি দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রক্রিয়া
2022-10-24 18:38:27

অক্টোবর ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নীতি গবেষণালয়ের পরিচালক জিয়াং জিন ছুয়ান আজ (সোমবার) বলেছেন, সব মানুষের জন্য অভিন্ন সমৃদ্ধি অর্জন একটি দীর্ঘমেয়াদী ঐতিহাসিক প্রক্রিয়া।

তিনি বলেন, চীন একটি উন্নয়নশীল দেশ। আমাদের উচিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা, উন্নত ব্যবস্থা করা, আয় বৈষম্য কমানো ইত্যাদি। উন্নয়নের প্রক্রিয়ায় এটি ধীরে ধীরে সমাধান করা উচিত, যাতে জনগণ অভিন্ন সমৃদ্ধি বুঝতে পারে।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই সামষ্টিক অর্থনৈতিক বাজার স্থিতিশীল করার দিকে মনোনিবেশ করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়নের ভাল গতি বজায় রাখতে হবে। আমাদের অবশ্যই কর্মসংস্থান খাতে জোর দিতে হবে, প্রকৃত অর্থনীতির প্রসার অব্যাহত রাখতে হবে, ছোট ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় সমর্থন দিতে হবে, আরও চাকরি ও উদ্যোক্তার জন্য সুযোগ বাড়াতে হবে, কর্মসংস্থান সমস্যা দূর করতে হবে এবং মানুষকে তাদের নিজেদের মতো করে সুখী জীবন গঠনের পথ দেখাতে হবে। এটি সব মানুষের অভিন্ন সমৃদ্ধির ভিত্তি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)