জাতিসংঘের ভূমিকা অপরিহার্য: চীনা মুখপাত্র
2022-10-24 18:44:50

অক্টোবর ২৪: আজ (সোমবার) জাতিসংঘ দিবস। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এদিন বেইজিংয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৭৭ বছর আগের এ দিনে ‘জাতিসংঘ সনদ’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। যা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন সূচনা ছিল। জাতিসংঘ দৃঢ়ভাবে বহুপক্ষবাদ জোরদার করেছে, বিশ্বের শান্তি ও যৌথ উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং ‘জাতিসংঘ সনদে’ স্বাক্ষরকারী প্রথম দেশ হিসেবে চীন সবসময় সনদ রক্ষা করে, সবসময় আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা রক্ষা করে এবং দৃঢ়ভাবে বিশ্বশান্তি নির্মাণকারী, বিশ্ব উন্নয়নের অবদানকারী ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষাকারী।

মুখপাত্র বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়ন, রাজনৈতিক পদ্ধতিতে বিভিন্ন সমস্যা সমাধান করতে চায়। চীন বিশ্ব নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছে, সক্রিয়ভাবে জাতিসংঘের শান্তিরক্ষী অভিযান, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ এবং পরমাণু অবিস্তার প্রক্রিয়ায় অংশ নিয়েছে। এ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে ৫০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে। চীন জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম ফি প্রদানকারী দেশ এবং শান্তিরক্ষী অভিযানে ফি দেয়। জাতিসংঘে চীন ‘শান্তি ও উন্নয়ন তহবিল’ স্থাপনের মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন খাতের কাজে সমর্থন দেয় এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে অবদান রাখে। চীনের উত্থাপিত বিশ্ব শান্তি উদ্যোগ বিশ্বের উন্নয়ন অংশীদারি সম্পর্ককে পুনরুদ্ধার করা, আটটি ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করা এবং ২০৩০ সালের কর্মসূচী বাস্তবায়নে সাহায্য করেছে। এই পর্যন্ত চীন ১২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে ২.২ বিলিয়ন ডোজেরও বেশি কোভিড-১৯ টিকা দিয়েছে। যা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

মুখপাত্র বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মানবজাতির শান্তি ও উন্নয়ন জোরদার করায় জাতিসংঘের আরো সক্রিয় ভূমিকা পালন, শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, গণতন্ত্র ও মানবজাতির অভিন্ন মূল্যবোধ বাস্তবায়ন করার পাশাপাশি মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করতে চায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)