এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক জোট লাগে না: চীনা মুখপাত্র
2022-10-24 18:45:24

অক্টোবর ২৪: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন জাপান ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি স্বাক্ষর নিয়ে চীনের মন্তব্য ব্যাখ্যা করেছেন।

ওয়াং ওয়েন বিন বলেন, বিভিন্ন দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা আঞ্চলিক উপলব্ধি ও আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত। এতে তৃতীয় পক্ষকে ক্ষতিগ্রস্ত করা উচিত না।

তিনি বলেন, এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে সামরিক জোট লাগে না। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করা এবং নিজ অঞ্চলের ঐক্য ও সহযোগিতা ধ্বংস করার বিরোধিতা করে এ অঞ্চলের সব মানুষ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)