এফএটিএফ পাকিস্তানকে ‘ধুসর তালিকা’ থেকে বাদ দিয়েছে
2022-10-24 18:42:57

অক্টোবর ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, আর্থিক কর্ম টাস্ক ফোর্স বা এফএটিএফ পাকিস্তানকে ‘ধুসর তালিকা’ থেকে বাদ দিয়েছে। একে স্বাগত জানিয়ে পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে চীন।

ওয়াং বলেন, গত ৫ বছরে পাকিস্তান দৃঢ়ভাবে তার রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ইতিবাচকভাবে সমস্যা সমাধান করেছে, দেশের অভ্যন্তরীণ মানি লন্ডারিং বিরোধী এবং সন্ত্রাসবাদ বিরোধী অর্থায়ন ব্যবস্থার ক্রমাগত উন্নতি করেছে; এটি সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী খাতে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রচেষ্টার প্রতি আন্তর্জাতিক সমাজের স্বীকৃতির প্রতিফলন। চীন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ-বিরোধী ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা প্রত্যাশা করে এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার নিরাপত্তার জন্য ইতিবাচক অবদান রাখে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)