চীনের উন্নয়ন বিশ্বের জন্য ইতিবাচক শক্তি যোগাবে: আন্তর্জাতিক ব্যক্তিবর্গ
2022-10-24 18:41:36

অক্টোবর ২৪: একাধিক আন্তর্জাতিক ব্যক্তি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন। চীনের কমিউনিস্ট পার্টি সর্বদা জনগণকেন্দ্রিক উন্নয়নের ধারণা মেনে চলে, যা চীনের আরও ভাল উন্নয়নের সম্ভাবনা তৈরি করবে। একই সাথে, এটা ধারণা করা যায় যে, চীনের উন্নয়ন বিশ্বকে আরও ইতিবাচক শক্তি দেবে।

কম্বোডিয়ার পিপলস পার্টির বৈদেশিক কমিটির প্রধান ভাইস-চেয়ারম্যান সোসয়ালা বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার মতে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ চীনা-শৈলীর আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে।

শিলার ইনস্টিটিউটের কানাডা প্রতিনিধি রবার্ট হোস্ক বলেন যে, বিশ্বের অনেক দেশ ও সংস্থা বিশ্বাস করে যে, চীনের প্রস্তাবিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা অনেক গুরুত্বপূর্ণ। আমি মনে করে, চীনের উন্নয়নের উজ্জ্বল ভবিষ্যত্ রয়েছে।

পূর্ব তিমুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মনে করেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেসিডেন্ট সি বলেছেন, চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ বাড়াবে, যা আমাদের জন্য একটি সুখবর, আমরা আরও বেশি কফি চীনে রপ্তানি করতে পারব।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)