চীন অন্য দেশের মতো হবে না, অন্য দেশে নিজের বৈশিষ্ট্য রপ্তানি করে না
2022-10-24 16:18:36

অক্টোবর ২৪: চীন অন্য দেশের বৈশিষ্ট্য নিজ দেশে আনবে না, বরং অন্য দেশের বৈশিষ্ট্য চীনের ওপর চাপিয়ে দেওয়ার দৃঢ় বিরোধিতাও করে চীন। চীন নিজের বৈশিষ্ট্য রপ্তানি করে না, অন্য দেশকে চীনের বৈশিষ্ট্য অনুসরণ করার দাবিও জানায় না।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-প্রচারমন্ত্রী সুন ইয়ে লি আজ (সোমবার) সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদন নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

‘চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন’ প্রসঙ্গে তিনি বলেন, এর অর্থ বিরাট জনসংখ্যার আধুনিকায়ন, সব মানুষের ধনী হওয়া, বস্তুগত সভ্যতা এবং আত্মিক সভ্যতার সমন্বিত উন্নয়নের আধুনিকায়ন, মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের আধুনিকায়ন এবং শান্তিপূর্ণ উন্নয়নের আধুনিকায়ন।

সুন ইয়ে লি বলেন, সব দেশের নিজ অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিকায়নের পথ অনুসন্ধানের চেষ্টাকে সম্মান করা উচিত। ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন’ মানবজাতির আধুনিকায়ন বাস্তবায়নের নতুন সুযোগ দিয়েছে। এটি হল ভিন্ন সভ্যতা এবং দেশের বিনিময়। যদি আন্তর্জাতিক সমাজ চীনের অভিজ্ঞতা উপলব্ধি করতে চায় ও শিখতে চায়, চীন এতে উন্মুক্ত মনোভাব পোষণ করে। সেই সঙ্গে চীন আন্তরিকভাবে অন্য দেশের অভিজ্ঞতা সম্পর্কে জানবে, গবেষণা করবে ও শিখবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)