সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের প্রধান কর্তব্য হলো উচ্চমানের উন্নয়ন
2022-10-24 18:39:27

অক্টোবর ২৪: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংস্কার অফিসের দৈনিক কার্যাবলী-বিষয়ক উপ-পরিচালক, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-পরিচালক মু হং আজ (সোমবার) বলেছেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদনে প্রধান কর্তব্য হিসেবে সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনকে নির্ধারণ করেছে। যা উন্নয়নের গুণগতমানের বিশ্ব এবং দীর্ঘমেয়াদী তাত্পর্য তুলে ধরেছে।

তিনি বলেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের কর্মপ্রতিবেদনে একটি নতুন উন্নয়ন প্যাটার্ন নির্মাণ জোরদার করা, উদ্ভাবন-চালিত উন্নয়ন কৌশল দৃঢ়ভাবে বাস্তবায়ন করা, একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা গঠন করা, ব্যাপকভাবে গ্রামীণ পুনরুজ্জীবন প্রচার করা, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়া-সহ কীভাবে উচ্চ-মানের উন্নয়ন প্রচার করা যায় সে সম্পর্কে কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)