সি চিন পিংকে ৪ সমাজতান্ত্রিক দেশের নেতাদের অভিনন্দন
2022-10-24 10:46:28

অক্টোবর ২৪: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির (সিপিভি) সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং, লাও পিপলস রেভোলিউশনারি পার্টির (এলপিআরপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থংলাউন সিসুলিথ, কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক, দেশের চেয়ারম্যান মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুডেজ পৃথক অভিনন্দনবার্তায় সি চিন পিংকে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

 

সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত এবং সি চিন পিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় কিম জং উন আন্তরিক অভিনন্দন জানান।

 

তিনি বলেন, ২০তম জাতীয় কংগ্রেস চীনা জাতির মহান পুনরুত্থানের ঐতিহাসিক প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য নবযুগের সূচনাকারী মাইলফলক তাৎপর্য আছে। সি চিন পিংয়ের সঙ্গে উত্তর কোরিয়া-চীন সম্পর্কের আরও সুন্দর ভবিষ্যৎ বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে দু’দেশের সমাজতান্ত্রিক মহান ব্রত অব্যাহতভাবে এগিয়ে নিতে ইচ্ছুক তিনি।

 

নগুয়েন ফু ট্রং বলেন, জাতীয় কংগ্রেস চীনের দীর্ঘকালীন উন্নয়নের সাফল্যের সঙ্গে দ্বিতীয় শত বছরের লক্ষ্যবস্তু বাস্তবায়ন লক্ষ্য করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত পরিকল্পনা ও কর্তব্য তৈরি করেছে। নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র তাত্ত্বিক ব্যবস্থার অব্যাহত সু-সম্পূর্ণ এবং সৃজনশীল উন্নয়ন অর্জন করেছে।

 

তিনি সি চিন পিংয়ের সঙ্গে অব্যাহতভাবে দু’পক্ষের বিভিন্ন স্তরের, বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন জায়গার উচ্চ পর্যায়ের মতৈক্য অনুসরণ ও কার্যকর পরিচালনা করে ভিয়েতনাম-চীন সুপ্রতিবেশীসূলভ বন্ধুপ্রতীম এবং সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের ধারাবাহিক, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করতে চান। যাতে দু’পার্টি, দু’দেশ এবং দু’দেশের জনগণের মৌলিক দীর্ঘকালীন স্বার্থ, এতদঞ্চল এমনকি বিশ্বের শান্তি, স্থিতিশীল, সহযোগিতা ও উন্নয়নের জন্য অবদান রাখা যায়।

 

থংলাউন সিসুলিথ বলেন, সি চিন পিং পুনরায় সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় পুরোপুরিভাবে চীনের পুরো পার্টি এবং সারা দেশে বিভিন্ন জাতির জনগণ তাঁকে কেন্দ্রীয় পার্টির কেন্দ্র, পুরো পার্টির কেন্দ্র এবং নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র মহান ব্রতের বিজ্ঞ নেতা হিসেবে উচ্চ আস্থা ও অত্যন্ত সম্মানের প্রতিফলন।

 

তিনি সি চিন পিংয়ের সঙ্গে অধিকতরভাবে কৌশলগত যোগাযোগ বাড়িয়ে নতুন যুগে লাওস-চীন সম্পর্ক ও অভিন্ন লক্ষ্যের কমিউনিটি অব্যাহতভাবে উন্নয়নে নেতৃত্ব দিতে চান।

 

মিগুয়েল দিয়াজ-ক্যানেল বিশ্বাস করেন, সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি ও চীনা জনগণ নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের ব্রতে নতুন সাফল্য অর্জন করবে। তিনি পুনরায় ঘোষণা করেন, তিনি সি চিন পিংয়ের সঙ্গে দৃঢ়ভাবে উল্লিখিত সম্পর্কের রাজনৈতিক নেতৃত্বে অবিচল থাকবেন। যাতে দু’দেশের টেকসই উন্নয়ন এবং দু’দেশের কল্যাণে সহায়ক, বিশ্বের সমাজতন্ত্র প্রক্রিয়াকে অপ্রতিরোধ্য ও প্রাণবন্ত করা যায়।

 

(প্রেমা/এনাম)