প্রথম তিন কোয়ার্টারে চীনের জিডিপি’র প্রবৃদ্ধি ৩ শতাংশ
2022-10-24 16:19:12

অক্টোবর ২৪: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো আজ (সোমবার) প্রকাশিত পরিসংখ্যানে জানায়, চলতি বছর চাপের মধ্যেও চীনের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে, তৃতীয় কোয়ার্টারে অর্থনীতি পুনরুদ্ধার দ্বিতীয় কোয়ার্টারের চেয়ে ভালো হয়েছে। উত্পাদনের চাহিদা বাড়ছে, কর্মসংস্থান ও পণ্যমূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে, গণ-জীবিকার নিশ্চয়তা রয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম তিন কোয়ার্টারে দেশের জিডিপি’র মোট পরিমাণ ছিল ৮৭ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেশি। প্রথম কোয়ার্টারে জিডিপি’র প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বেড়েছে, দ্বিতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ০.৪ শতাংশ এবং তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ৩.৯ শতাংশ।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)