‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ ধারণার প্রশংসা করেছে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ
2022-10-23 17:39:11


অক্টোবর ২৩: চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলন গতকাল (শনিবার) বেইজিংয়ে শেষ হয়েছে। সম্মেলনে চীন দৃঢ়ভাবে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা, দৃঢ়ভাবে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার বিষয়ে মতামত দিয়েছে। বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ তার ভূয়সী প্রশংসা করেছে।

থাইল্যান্ডের কংগ্রেসের চেয়ারম্যান চুয়ান লিকভাই বলেন, চীনের সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে বুঝেছেন যে, সুন্দর ভবিষ্যতের জন্য বহুপক্ষবাদ প্রয়োজন।

জাপানের মেইজি কাকুইন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শান্তি গবেষণাগারের গবেষক ইশিদা তাকাসি সিএমজির জাপানি বিভাগে দেওয়া সাক্ষাত্কারে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি সবসময় উন্মুক্ত ও সহনশীল মনোভাব নিয়ে ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ এবং বহুপক্ষীয় চিন্তাধারা মেনে চলে। যা প্রমাণ করে যে, চীন হল বিশ্বশান্তি রক্ষার দৃঢ় শক্তি।

তুর্কি সাংবাদিক মেহমেত আলি গুল্লার সিএমজির তুরস্ক ভাষা বিভাগের সাক্ষাত্কারে বলেন, চীনের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ-সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। বিশ্ব উন্নয়ন উদ্যোগ এবং বিশ্ব নিরাপত্তা উদ্যোগ বিশ্বের শান্তি ও উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)