সিপিসি’র সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট সি’কে শেখ হাসিনার অভিনন্দন
2022-10-23 22:27:18

অক্টোবর ২৩: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট জনাব শি চিন পিংকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে সিপিসি’র বিংশ কংগ্রেসের সফল আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানান তিনি।

রোববার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অভিনন্দনবার্তায় লিখেছেন, জনাব সি’র পুনঃনির্বাচন তাঁর নেতৃত্ব ও সাফল্যের প্রতি চীনের মানুষ ও সিপিসি’র আস্থার উপযুক্ত স্বীকৃতি। শেখ হাসিনা বলেন, ২০২০ সালের মধ্যে একটি মধ্যপন্থী সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সিপিসি’র প্রথম শতবর্ষের লক্ষ্য অর্জনের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত প্রশংসার সঙ্গে পর্যবেক্ষণ করেছে। উদ্ভাবন, অর্থনীতি, জনগণ-কেন্দ্রিক উন্নয়ন দর্শন এবং বহু-ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক দেশ গঠনের পথে চীনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট সি’র সংকল্প ও নির্দেশনার প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি ‘অভিন্ন ভাগ্যের কমিউনিটি’ গঠনের ক্ষেত্রে প্রচেষ্টা এবং উন্নয়নশীল দেশগুলির আর্থ-সামাজিক উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি জনাব সি’র অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। বিশ্বের এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও অবদান প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ২০১৬ সালের অক্টোবরে জনাব সি’র বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফর ছিল দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারি সহযোগিতার' সম্পর্কে রূপান্তরের মুহূর্ত। ২০১৯ সালে তাঁর চীন সফরের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের গণ-মাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন।

 

তৌহিদ