সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজিত
2022-10-23 14:14:42

অক্টোবর ২৩: আজ (রোববার) বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়েছে।

অধিবেশনে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সি চিন পিং অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর ভাষণ দিয়েছেন।

পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণকারী সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা ২০৩জন, বিকল্প সদস্য ১৬৮জন। কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিশনের মনোনয়ন অনুযায়ী, অধিবেশনে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যের তালিকা গৃহীত হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য নির্ধারণ করা হয়েছে, বিংশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে নির্বাচন করা সম্পাদক, উপ সম্পাদক ও স্থায়ী কমিশনের সদস্যের তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে।

(শুয়েই/তৌহিদ)