সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে ‘সিপিসি’র সনদের সংশোধনী প্রস্তাব’ গৃহীত
2022-10-23 14:20:05

অক্টোবর ২৩: গতকাল (শনিবার) চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলনে ‘চীনের কমিউনিস্ট পার্টির সনদ (সংশোধনী প্রস্তাব)’ বিষয়ক প্রস্তাবনা গৃহীত হয়। এতে সিপিসি’র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর সি চিন পিংয়ের নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারার আলোকে নতুন উন্নয়নকে ‘চীনের কমিউনিস্ট পার্টির সনদে’ অন্তর্ভুক্ত করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে উত্থাপিত সিপিসি’র কেন্দ্রীয় কর্তব্য অনুযায়ী, সিপিসি’র সনদে সংগ্রামের লক্ষ্যের বর্ণনা সুসংহত করা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, চীনের আর্থ-সামাজিক উন্নয়নের কৌশলগত লক্ষ্য হল, ২০৩৫ সালে সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়ন করা, এই শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে চীনকে শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সুষম ও সুন্দর সমাজতন্ত্রের আধুনিক শক্তিশালী দেশ হিসেবে গঠন করা।

সম্মেলনে বিংশ জাতীয় কংগ্রেসের উত্থাপিত ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন দিয়ে চীনা জাতির মহান পুনরুত্থান জোরদার করা’, ধাপে ধাপে সব মানুষের যৌথভাবে ধনী হওয়া, সার্বিক প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র, গণতান্ত্রিক নির্বাচন ও তত্ত্বাবধান, দৃঢ়ভাবে ‘এক দেশ দুই ব্যবস্থা’ মেনে চলা এবং দৃঢ়ভাবে ‘স্বাধীন তাইওয়ানের’ বিরোধিতা করার বিষয়টিও সনদে যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)