চীনা আধুনিকায়নের আরও বড় অর্জন প্রত্যাশা করে আন্তর্জাতিক সমাজ
2022-10-23 18:52:39

অক্টোবর ২৩: একাধিক আন্তর্জাতিক ব্যক্তি বলেছেন, চীন একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার পথে ব্যাপক সাফল্য অর্জন করেছে। চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের পর চীনা-শৈলীর আধুনিকায়নের নতুন যাত্রায় আরও বড় সাফল্য দেখার অপেক্ষা করছেন তারা।

ব্রাজিলের ওয়াগার তহবিলের ব্রাজিল-চীন গবেষণালয়ের পরিচালক এয়ানড্র গাওল বলেন, চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস আয়োজন চীনের গভীর সংস্কার ও উন্মুক্তকরণ আরও এগিয়ে নেবে।

কানাডার কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য আদ্রিয়ান ওয়েলশ বলেন, চীন এত বেশি মানুষকে চরম দারিদ্র থেকে বের করেছে- যা সত্যিই আমাদের মনে গভীর ছাপ ফেলেছে। চীন এখন নিজের পথে অর্থনীতি উন্নত করছে, যা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীও বিশ্বাস করেন যে চীনের কমিউনিস্ট পার্টি এবং চীন সরকার এই অঞ্চল এমনকি বিশ্বশান্তি ও উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)