ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সম্মেলনে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে
2022-10-22 18:32:13

অক্টোবর ২২: আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে দু’দিনব্যাপী ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের আন্তঃসরকারি পরিষদের সম্মেলন গতকাল (শুক্রবার) শেষ হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করা এবং অভ্যন্তরীণ বাজার একীকরণ উন্নত করতে সম্মত হয়েছে।

 

আর্মেনিয়ারর বার্তা সংস্থার সূত্র জানায়, অংশগ্রহণকারী দেশগুলি ই-কমার্সের উন্নয়ন এবং কৃষি সহযোগিতা জোরদার করার বিষয়ে একাধিক সহযোগিতা নথিতে স্বাক্ষর করেছে এবং তেল ও গ্যাস পণ্যের জন্য একটি সাধারণ বাজার গঠন ও জোটের মধ্যে বাজারের বাধা দূর করার বিষয় নিয়ে আলোচনা করেছে।

 

উল্লেখ্য আগামী ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের আন্তঃসরকারি পরিষদের সম্মেলন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজাখস্তানের রাজধানী আলমাআতায় অনুষ্ঠিত হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)