রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতির প্রভাব নিয়ন্ত্রণে পূর্ণ চেষ্টার আহ্বান জানায় চীন
2022-10-22 18:36:13

অক্টোবর ২২: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-পরিচালক কেং সুয়াং গতকাল (শুক্রবার) বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতির প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, সব পক্ষের বেসামরিক বিষয়গুলি সম্পূর্ণ রক্ষা করা উচিত।

কেং সুয়াং বলেন, বিশ্বায়নের যুগে, সর্বাত্মক ও নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে সঙ্কট বাড়ে, আন্তর্জাতিক পণ্যমূল্য বৃদ্ধি পায়, বিশ্বের শিল্প চেইন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতায় সমস্যা তৈরি হয় এবং বিশ্বের সব দেশ- বিশেষ করে উন্নয়নশীল দেশে আঘাত হানে। আন্তর্জাতিক সমাজের উচিত বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও আর্থিক বাজার স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতার রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে ঐক্যবদ্ধ ও সহযোগিতা করা।

 

তিনি জোর দিয়ে বলেন, শান্তি হলো ইউক্রেনের মানবিক সংকটের মৌলিক সমাধান এবং ইউক্রেন ও ওই অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায়। একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা পালন করবে এবং মানবিক সংকট নিরসনে ইতিবাচক অবদান রাখবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)