সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস শেষ
2022-10-22 13:49:39

চীনের ক্ষমতাসীন রাজনৈতিক পার্টি-চীনের কমিউনিস্ট পার্টির সাত দিনব্যাপী বিংশ জাতীয় কংগ্রেস আজ (শনিবার) সকালে বেইজিংয়ে গণ-মহাভবনে শেষ হয়েছে।

সম্মেলনে সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশন নির্বাচন করা হয়েছে, সম্মেলনে সিপিসির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির কর্মপ্রতিবেদনের প্রস্তাব, সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কর্মপ্রতিবেদন প্রস্তাব, ‘চীনের কমিউনিস্ট পার্টির সনদ (সংশোধনী প্রস্তাব)’ বিষয়ক প্রস্তাবনা গৃহীত হয়েছে।

সিপিসি’র জাতীয় কংগ্রেস এবং এতে নির্বাচিত কেন্দ্রীয় কমিশন হল সিপিসি’র সর্বোচ্চ নেতৃত্বদানকারী সংস্থা। সিপিসি’র জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছর পর একবার আয়োজন করা হয়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)