সিএমজিকে লাওসের প্রেসিডেন্টের বিশেষ সাক্ষাত্কার
2022-10-22 18:50:58

অক্টোবর ২২: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন লাওসের প্রেসিডেন্ট থংলাউন সিসুলিথ।

তিনি বলেন, চীন ও লাওস পরস্পরের ভালো প্রতিবেশী দেশ। গত বছর ছিল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দু’দেশ যৌথভাবে ২০০৯ সালে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক থেকে ২০১৯ সালে দু’দেশের অভিন্ন ভাগ্যের কমিউনিটি স্থাপনের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া পর্যালোচনা করেছে।

সাক্ষাত্কারে তিনি বলেন, তিনি চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের ওপর অনেক গুরুত্ব দেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র নেতৃত্বে চীন সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন, সিপিসির বিংশ জাতীয় কংগ্রেসে নিশ্চয় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন হবে এবং তা নিশ্চয় চীনা জনগণের জন্য কল্যাণকর হবে। চীনের দ্বিতীয় শত বছরের লক্ষ্য এবং নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নির্মাণে সহায়ক হবে।

তিনি মনে করেন, চীন ও লাওসের উচিত পরস্পরের সার্বিক উন্নয়নে সাহায্য করা; নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। তিনি বিশ্বাস করেন, এই টিভি সাক্ষাত্কার প্রচারের মাধ্যমে দু’দেশের মধ্যে পর্যটন শিল্পের উন্নয়ন আরো সমৃদ্ধ হবে। আরো বেশি চীনা লাওসকে জানতে পারবে। প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত বিশ্ব উন্নয়ন উদ্যোগ এবং নিরাপত্তা উদ্যোগ সারা বিশ্বে প্রকৃত অর্থে শান্তি ও গণতন্ত্র বাস্তবায়নে সহায়ক হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)