চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করে বিশ্ব বাণিজ্য মহল
2022-10-22 14:59:24


অক্টোবর ২২: চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে বিভিন্ন দেশের বাণিজ্যিক মহল মনে করে, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস নতুন যুগে চীনের উন্নয়নের পাশাপাশি চীনা বাজারের প্রতি বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের আস্থা ও বিশ্বাস মজবুত করেছে। চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের ইচ্ছা প্রকাশ করেন তারা।


উচ্চ প্রযুক্তির আন্তর্জাতিক কোম্পানি ওরলিকনের জনৈক কর্মকর্তা মনে করেন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরো সুযোগ তৈরি করবে। যা বড় বাজার সৃষ্টির পাশাপাশি যোগ্য ব্যক্তি ও ভাল প্রযুক্তিগত সম্ভাবনা সৃষ্টি করবে। তিনি বলেন, চীনা বাজার তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 


জর্ডানের ব্যবসায়ী সংস্থার প্রধান জানান, জনগণের জীবনমান উন্নত করার কাজ চীন বন্ধ করবে না। অর্থনীতির বিশ্বায়ন ও বিশ্ব অর্থনীতি উন্নয়নের খাতে চীন আরো বড় ভূমিকা রাখবে। চীন বিশ্বের শিল্পপ্রতিষ্ঠানকে আরো বেশি উন্নয়নের সুযোগ দেবে বলে তিনি বিশ্বাস করেন।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠানের জনৈক কর্মকর্তা জানান, বিশ্ব বাণিজ্যমহলের জন্য চীন সম্ভাবনায় পরিপূর্ণ।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)