আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ড. মোঃ রাকিবুল হক। তিনি ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৬ সালে Huazhong University of Science and Technology ,China থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ২০০৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সেখানে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বিভাগের এমবিএ(ইভিনিং) প্রোগ্রামের পরিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত USAএর Fulbright Visiting Scholar Program -এ Emporia State Universityতে কর্মরত ছিলেন। তো চলুন কথা বলি তাঁর সঙ্গে ।