জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের তৃতীয় সম্মেলনে সভাপতিত্ব করেছেন সি চিন পিং
2022-10-21 17:24:18

অক্টোবর ২১: সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের তৃতীয় সম্মেলন আজ (শুক্রবার) সকালে গণমহাভবনে অনুষ্ঠিত হয়েছে।

 

তাতে বিংশতম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য, সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সদস্য প্রার্থীদের তালিকার খসড়া প্রস্তাব পেশ করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে সভাপতিত্ব করেন।

 

জানা গেছে, গত ১৯ অক্টোবর থেকে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো উত্থাপিত এবং কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডে গৃহীত ২০তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য, সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সদস্য প্রার্থীদের নাম বলিষ্ঠতার সঙ্গে বাছাই করেছে।

 

প্রতিনিধিরা মনে করেন, পার্টির মধ্যে গণতন্ত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চল, বিভাগ ও ফ্রন্টের সুষ্ঠু প্রতিনিধি নির্বাচিত হয়েছে।

 

গতকাল (বৃহস্পতিবার) বিকেল ও আজ সকালে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজিত হয়েছে। তাতে কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সদস্য ও সদস্য প্রার্থীদের প্রাথমিক নির্বাচন হয়েছে।

 

কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের নেতৃত্বে তত্ত্বাবধানকারীদের তত্ত্বাবধানে প্রাথমিক নির্বাচনের ফলাফল উপযোগী ও কার্যকর হয়েছে বলে জানানো হয়।

 

(রুবি/এনাম/লাবণ্য)