পাকিস্তানের বন্যা-কবলিত এলাকা পরিদর্শনে চীনের বিশেষজ্ঞরা
2022-10-21 17:35:26

অক্টোবর ২১: গত ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ হ্রাসের ১১ জন চীনা বিশেষজ্ঞের একটি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সিন্ধু প্রদেশে পৌঁছেছেন। সেখানে তারা সিন্ধু প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

চীনা বিশেষজ্ঞ দলকে পাকিস্তানি কর্মকর্তারা আন্তরিকভাবে স্বাগত জানান।

   সিন্ধু প্রদেশের মুখ্য-সচিব

 

সিন্ধু প্রদেশের মুখ্য-সচিব বলেন, চলতি বছরের জুন মাসের পর সিন্ধু প্রদেশে ভয়াবহ বন্যায় গুরুতর হতাহত এবং ধনসম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। লাখ লাখ দুর্যোগ-কবলিত পাকিস্তানির জীবন কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই সময় চীন সরকার ও জনগণ ব্যাপক সমর্থন করেছে। তা পাকিস্তান ও চীন যে ‘লৌহ ভাই’, তা আবারও প্রতিফলিত হয়েছে।

 

চীনের বিশেষজ্ঞ দলের নেতা সু সিয়েন বিও বলেন, এবারের পাকিস্তানের বন্য প্রতিরোধ ও দুর্যোগ উদ্ধার সংক্রান্ত কাজে সাহায্য করতে চীন সরকারের পাঠানো বিশেষজ্ঞ গ্রুপ হলো চীন ও পাকিস্তানের সার্বক্ষণিক মৈত্রীর আরেকটি বহিঃপ্রকাশ।

 

   চীনের বিশেষজ্ঞ দলের নেতা সু সিয়েন বিও 

বিশেষজ্ঞ দলের সদস্যরা পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করবেন বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি