পশ্চিম চীনের নৌ-স্থল যৌথ ব্যবস্থায় পরিচালিত ট্রেনের সংখ্যা ৭ হাজার
2022-10-21 16:50:47

অক্টোবর ২১: আজ (শুক্রবার) সকাল ৯টা ৫৬ মিনিটে ২৪২৭ টন পাল্প এবং কোয়ার্টজ বালি বহনকারী একটি ট্রেন চীনের ছেন চৌ রেল কন্টেইনার কেন্দ্র থেকে ব্রাজিলের উদ্দেশে রওনা হয়েছে। তিনদিন পরে এটি ছুংছিং শহরে পৌঁছাবে। চলতি বছর চীনের পশ্চিম নৌ-স্থল যৌথ পরিবহন ব্যবস্থার আওতায় পরিচালিত ৭০০০তম ট্রেন এটি।

 

২০২২ সালে পশ্চিম চীনে নৌ-স্থল যৌথ পরিবহন ব্যবস্থায় নতুন করে ৫টি প্রদেশের ১৭টি শহরের ২৯টি স্টেশন যোগ করা হয়েছে। এ পর্যন্ত চলাচল করেছে মোট ২০ হাজার ট্রেন। পশ্চিম চীনের ১২টি প্রদেশ এ ব্যবস্থার অন্তর্ভুক্ত।

 

চলতি বছর আরসিইপি চুক্তি চালু হবার পর পশ্চিম চীনে নৌ-স্থল যৌথ পরিবহন ব্যবস্থার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ২০২১ সালের প্রথম নয় মাসে চীন ও আরসিইপি সদস্য দেশগুলোর মধ্যে এ ব্যবস্থার মাধ্যমে আমদানির পরিমাণ ছিল ৫২,০৬৮ টিইইউ (স্ট্যান্ডার্ড কন্টেইনার )। এ সময়ে চলাচলকারী ৭০০০টি ট্রেনের ৩৭ শতাংশই বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। (শিশির/এনাম/রুবি)