জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদন হংকংয়ের উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে বলে মনে করছেন হংকংবাসী
2022-10-21 18:37:41

অক্টোবর ২১: হংকং-এর সর্বস্তরের মানুষ ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদন হংকংয়ের উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে বলে মনে করছেন। চীনের উন্নয়নে যৌথ প্রচেষ্টা চালানো এবং চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নে হংকংয়ের শক্তি যোগানো উচিত বলে তাঁরা মনে করছেন।

 

গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য ও হংকং ফেডারেশন অফ ফুচিয়েন অ্যাসোসিয়েশনের অনারারি চেয়ারম্যান উ লিয়ান হাও বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের কর্ম-প্রতিবেদন শুধুমাত্র সিপিসি ও দেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য, কর্তব্য এবং প্রধান নীতির পরিকল্পনাই করেনি, বরং নতুন ধারণা, নতুন কৌশল এবং নতুন পদক্ষেপের একটি সিরিজ ব্যবস্থাও সামনে রেখেছে। প্রেসিডেন্ট সি হংকংকেও মনে রেখেছেন, এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’র আরও উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছেন।

 

হংকং নিউ এরা ডেভেলপমেন্ট থিংক ট্যাঙ্কের চেয়ারম্যান থু হাই মিং বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সুবিধা কাজে লাগিয়ে হংকংয়ের আরও অনেক কিছু করার আছে। অনেক ক্ষেত্রে হংকংয়ের সৃজনশীলতা বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে। হংকং একটি আন্তর্জাতিক আর্থিক, বাণিজ্য এবং শিপিং কেন্দ্র এবং হংকং দেশের উচ্চ-মানের উন্নয়নে অবদান রাখতে সম্পূর্ণরূপে সক্ষম।

লিলি/এনাম/রুবি