পরিবেশ রক্ষায় চীনে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে
2022-10-21 17:15:20

অক্টোবর ২১: আজ (শুক্রবার)সকালে ২০তম জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্রে পঞ্চম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে ‘মানুষ এবং প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান নিশ্চিতে একটি সুন্দর চীন গড়ে তোলা’ প্রতিপাদ্যকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করা হয়।

 

প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চাই ছিং বলেন, বিগত দশ বছরে সি চিন পিংয়ের প্রাকৃতিক সভ্যতার চিন্তাধারার বৈজ্ঞানিক দিকনির্দেশনায় আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি। এসময় আমরা দূষণমুক্ত পানি ও সবুজ পাহাড় হলো স্বর্ণ ও রৌপ্যের পাহাড়, এবং পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, ঘাস এবং বালির সমন্বিত সুরক্ষা এবং পদ্ধতিগত ব্যবস্থাপনা মেনে চলছি।

 

প্রাকৃতিক সভ্যতার নির্মাণ এবং পরিবেশ রক্ষায় ঐতিহাসিক ও সামগ্রিক পরিবর্তন ঘটেছে। তিনটি ‘অভূতপূর্ব’ ধারণা তথা সংকল্প, তীব্রতা, প্রভাব এ পরিবর্তনগুলো নিশ্চিত করেছে।লিলি/এনাম/রুবি