জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্রে পঞ্চম দলীয় সাক্ষাতকার অনুষ্ঠিত
2022-10-21 17:28:31

অক্টোবর ২১: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির তথ্যকেন্দ্রে পঞ্চম গ্রুপ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে।

 

তাতে চীনের গণ-ব্যাংকের উপ-মহাপরিচালক পান তোং শেং গত দশ বছরে চীনের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরেছেন।

 

তিনি বলেন, গত দশ বছরে ব্যাংকিং খাতের সাহায্যে বাস্তব অর্থনীতির গুণগত মান ও কার্যকারিতা উন্নত হয়েছে। ব্যাংকিং খাত ঝুঁকি প্রতিরোধে ব্যাপক সফল হয়েছে। ব্যাংকিং খাতের সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর হয়েছে। ব্যাংকিং শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী ক্ষমতা ও প্রভাব অনেক বেড়েছে।

 

তিনি বলেন, বর্তমানে চীনের ব্যাংকিং শিল্প সম্পদের পরিমাণের দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। স্টক, শেয়ার ও বীমার  পরিমাণের দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ টানা ১৭ বছর ধরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। চীনের সবুজ ব্যাংকিং, সার্বিক কল্যাণকর ব্যাংকিং এবং  ডিজিটাল ব্যাংকিং বিশ্বের প্রথম সারিতে রয়েছে। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অর্থনৈতিক সত্তা আরএমবিকে তাদের রিজার্ভ মুদ্রার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

 

চীনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলের তথ্য মুখপাত্র এবং জাতীয় গ্রিড বিনিয়োগ গ্রুপের চেয়ারম্যান চিয়ান চি মিন বলেছেন, বর্তমানে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদের পরিমাণ রাষ্ট্রায়ত্ত সম্পদ কমিশন প্রতিষ্ঠার সময়ের তুলনায় ৯গুণের বেশি। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির দাবিতে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো জাতীয় অর্থনীতিতে কাঠামো সুবিন্যস্ত করেছে। কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প খাতে কেন্দ্রীয় প্রতিষ্ঠান গঠিত হয়েছে। একইসঙ্গে বিভিন্ন খাতে কার্যকারিতা উন্নত করেছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো।

 

ছিয়ান চি মিন আরও বলেন, পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিষ্ঠাগুলো বিজ্ঞান-উদ্ভাবন, গুণগত মানসম্পন্ন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা ক্ষেত্রে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে ভূমিকা জোরদার করবে। (রুবি/এনাম/লাবণ্য)