উদ্ভাবক দেশ
2022-10-21 16:35:43


গেল দশ বছরে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন খাতে  লক্ষণীয় সফলতা অর্জন করেছে চীন। মনুষ্যবাহী নভোযান, চাঁদ অনুসন্ধান, গভীর সমুদ্রে অনুসন্ধান, সুপার কম্পিউটার, স্যাটেলাইট ন্যাভিগেশন, বড় বিমান ও বায়োমেডিসিনসহ  নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে চীন।

সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সি চিন পিং জোর দিয়ে বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি হল প্রধান উৎপাদন শক্তি, প্রতিভাবান ব্যক্তিরা হলেন প্রধান সম্পদ এবং উদ্ভাবন হল প্রধান চালিকাশক্তি। উদ্ভাবন-চালিত উন্নয়ন কৌশল বাস্তবায়ন করে উন্নয়নের নতুন ক্ষেত্র খুঁজে পাবে এবং  উন্নয়নের নতুন চালিকাশক্তি ও প্রাধান্য তৈরি করবে চীন। (শিশির/এনাম)