বেইজিং শীতকালীন অলিম্পিক দেখেছে ২০০ কোটির বেশি দর্শক: আইওসি
2022-10-21 16:56:27

অক্টোবর ২১: গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস দেখেছে সারা বিশ্বের ২০০ কোটির বেশি দর্শক।

 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের নানা দেশের দর্শকগণ আইওসি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে অলিম্পিক-বিষয়ক ভিডিও দেখেছেন ৭১,৩০০ কোটি মিনিট। তা ২০১৮ সালের পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিক গেমসের তুলনায় ১৮ শতাংশ বেশি।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রধান সম্প্রচারক হিসেবে চায়না মিডিয়া গ্রুপ মোট ৩০০০ কর্মী নিয়োগ করেছিল। তারা বিশ্বের সামনে চমৎকার ও অসাধারণ একটি ক্রীড়া অনুষ্ঠান তুলে ধরেছে। (শিশির/এনাম/রুবি)