সমান, উন্মুক্ত ও সহযোগিতামূলক বৈশ্বিক সম্পর্ক চায় চীন
2022-10-21 17:26:48

অক্টোবর ২১: সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসে সি চিন পি বলেছেন, সমান, উন্মুক্ত ও সহযোগিতামূলক বৈশ্বিক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর এবং সম্প্রসারণ করবে চীন। সেসঙ্গে বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থে গুরুত্বারোপ করবে বেইজিং।

চীনে একটি কথা প্রচলিত রয়েছে: সুপ সুস্বাদু হয় বিভিন্ন উপকরণের সমন্বয়ের কারণে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এই কথাটি দিয়ে চীনের উন্মুক্ত ও সহনশীল নীতির মাধ্যমে নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠনকে ব্যাখ্যা করেছেন।

 

তিনি বলেন, বিভিন্ন সভ্যতার মধ্যে উচ্চ বা নিম্ন এবং শ্রেষ্ঠ বা খারাপ বলতে কিছু নেই, কেবল বৈশিষ্ট্য ও অঞ্চলের পার্থক্য রয়েছে। সভ্যতার পার্থক্য বৈশ্বিক সংঘাতের উৎস হওয়া উচিত নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির চালিকা শক্তি হওয়া উচিত।

 

গত ১৬ অক্টোবর উদ্বোধন হওয়া সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসে প্রেসিডেন্ট সি বিশ্বের সভ্যতার বৈচিত্র্যকে সম্মান, সভ্যতার বিনিময়ের মাধ্যমে সভ্যতার পার্থক্য অতিক্রম, একে অপরের কাছ থেকে সভ্যতা শিখার মাধ্যমে সভ্যতার সংঘাত পরিহার, এবং সম্মিলিতভাবে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেছেন।

 

চীন বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মিলে মানব জাতির আরও সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি