তুর্কমেনিস্তানের সাথে সামুদ্রিক সীমানার বিল গৃহীত হয়েছে কাজাখ সিনেটে
2022-10-21 10:49:25

অক্টোবর ২১: গতকাল (বৃহস্পতিবার) কাজাখস্তানের সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে ‘তুর্কিমেনিস্তানের সাথে সামুদ্রিক সীমানা ও মাছ ধরা অঞ্চল চুক্তি’ বিল গৃহীত হয়।

স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, এ বিল অনুসারে দু’দেশের সামুদ্রিক সীমানা ও মাছ ধরার এলাকা নির্ধারিত হবে। এটি দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সীমান্ত এলাকার স্থিতিশীলতার জন্য সহায়ক প্রমাণিত হবে।

কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুখতার তিলেউবের্দী বলেছেন, এ বিলের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চলতি বছরের এপ্রিল মাসে চুক্তিটি তুর্কমেনিস্তানের পার্লামেন্টে গৃহীত হয়। (সুবর্ণা/আলিম/মুক্তা)