একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন: মা চাও সুই
2022-10-20 19:08:24

অক্টোবর ২০: চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা চাও সুই আজ (বৃহস্পতিবার) সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করা চীনের কূটনীতির পবিত্র মিশন।

 

তিনি বলেন, ‘আমরা সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা ও চরম চাপের বিরোধিতা করি এবং কখনোই কোনো জিরো-সাম খেলা বা জঙ্গলের আইন মেনে নেব না।’

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে জাতীয় মর্যাদা এবং মূল স্বার্থ রক্ষা করব, উন্নয়ন ও নিরাপত্তার উদ্যোগকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরব, যে কোনো ধরণের ‘তাইওয়ানের স্বাধীনতা’ আচরণের দৃঢ় বিরোধিতা করব, বহিরাগত শক্তির হস্তক্ষেপ দৃঢ়ভাবে রোধ করব এবং একচীন  নীতি সংক্রান্ত আন্তর্জাতিক ঐকমত্যকে আরও সুসংহত করব।

 

তিনি বলেন, আমরা অটলভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি পালন করি এবং হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকরকে সাহায্য করেছি। আমরা সত্যের মাধ্যমে মিথ্যাকে উন্মোচিত করেছি এবং ‘সিনচিয়াংকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করার’ রাজনৈতিক কৌশল নস্যাৎ করে দিয়েছি। দক্ষিণ চীন সাগরের পরিস্থিতির সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা ‘দক্ষিণ চীন সাগর আচরণবিধি’ সংক্রান্ত আলোচনা স্থিরভাবে এগিয়ে নিয়েছি।

 

মা চাও সুই আরও বলেন, আমরা চীনের বৈশিষ্ট্যময় মানবাধিকার উন্নয়নের পথ মেনে চলি। আমরা কখনই কোন ‘শিক্ষকের’ অহংকারকে মেনে নেব না। মানবাধিকার নিয়ে রাজনীতির বিরোধিতা করি আমরা। জাতিসংঘে প্রায় এক শ’দেশ চীনের ন্যায্য অবস্থানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে এবং মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করেছে। আর ৮০টিরও বেশি দেশ ভাইরাস সনাক্তকরণের ইস্যুটির রাজনীতিকরণের বিরোধিতা করেছে।

লিলি/এনাম/রুবি